রংপুর বিভাগের ৫০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ

৫০টি স্কুলে ২ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।

রংপুর বিভাগের ৫০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ

স্টাফ রিপোর্টার ♦ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ ছড়িয়ে দিতে রংপুর বিভাগের ৫০টি স্কুলে ২ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ। রোববার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান।

বক্তৃতা করেন, বিকাশের চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম, বিশ্ব সাহিত্যকেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। বিকাশের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তাঁর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন আট খন্ডে প্রকাশ করেছে গ্রাফিক নভেল মুজিব।