রংপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু , পাবেন প্রায় ৩ লাখ কার্ডধারী

রংপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু , পাবেন প্রায় ৩ লাখ কার্ডধারী

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে শুরু সেপ্টেম্বর মাসে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য (টিসিবি পণ্য) বিতরণ কার্যক্রম। বুধবার (১৩ সেপেম্বর) সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ, রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা।

উল্লেখ্য, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ০৩ টি পৌরসভা ০৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা লাখ ৮৫ হাজার ৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল কেজি, সয়াবিন তেল লিটার এবং চাল কেজি করে বরাদ্দ পাবেন।  প্যাকেজে থাকছে মসুর ডাল ৬০ টাকা করে কেজি হিসেবে ২ কেজি, ১০০ টাকা লিটারে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা প্রতি কেজি করে ৫ কেজি চাল। প্যাকেজ মূল্য ৪৭০ টাকা।