সংবর্ধিত হলেন মিঠাপুকুরের পাঁচ জয়িতা
চরম প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল থেকে অলক্ষ্য সমাজে নিজেদের জায়গা করে নিয়েছেন তাঁরা

স্টাফ রিপোর্টার ♦ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় “জয়িতা” পুরস্কারে ভূষিত হয়েছেন মিঠাপুকুরের পাঁচ নারী। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে মূর্ত প্রতীক জয়িতা।
কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল থেকে অলক্ষ্য সমাজে নিজেদের জায়গা করে নিয়েছেন। সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করেছে। তাদের এই জয়িতা খুঁজে বের করার উদ্যোগটির নাম “ জয়িতা অন্বেষণে বাংলাদেশ”।
জয়িতাদের পাঁচ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে-
(১) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. আয়েশা সিদ্দিকা।
(২) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মনোয়ারা বেগম।
(৩) সফল জননী রবনী লাড়কা।
(৪) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ফেরদৌসী বেগম।
(৫) সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোছা. হাছিনা বেগম।