রংপুরে নারী ফুটবলারদের পাশে ক্রীড়া সরঞ্জামাদি নিয়ে ডিএমপি’র ডিসি বিপ্লব

রংপুরে নারী ফুটবলারদের পাশে ক্রীড়া সরঞ্জামাদি নিয়ে ডিএমপি’র ডিসি বিপ্লব

স্টাফ রিপোর্টার ♦  উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে যাওয়ার সুযোগ পাওয়া রংপুরের চার নারী ফুটবলারসহ সদ্যপুস্করিণী যুব স্পোটিং ক্লাবের সব সদস্যের জন্য খেলাধুলা প্রশিক্ষণের  অত্যাধুনিক সরঞ্জাম পাঠিয়েছেন রংপুরের সাবেক পুলিশ সুপার ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

রোববার (১৫ মে) বিকেলে উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর মিনি স্টেডিয়াম মাঠে তাদের হাতে  খেলাধুলা প্রশিক্ষণের  অত্যাধুনিক সরঞ্জাম গুলো তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন

নারী ফুটবলার নাসরিন বেগম বলেন, এসপি স্যার রংপুরে থাকাকালীন আমাদের সব সময় সহযোগিতা করেছেন।আমাদের দুই ফুটবলারের পায়ের লিগারমেন্ট অপারেশন করিয়ে দিয়েছেন তিনি।

ওই গ্রামের নারী ফুটবলারদের প্রধান প্রশিক্ষক মিলন মিয়া জানান, বিপ্লব স্যার নাসরিন রুমির লিগামেন্ট অপারেশনের ব্যবস্থা করেছেন। এতে করে গত বছর নাসরিন জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছে। এবার নারী খেলোয়াড়দের প্রশিক্ষণে অত্যাধুনিক সরঞ্জাম পাঠিয়ে  দিলেন তিনি।

খেলাধুলা প্রশিক্ষণের  অত্যাধুনিক সরঞ্জাম বিতরণের সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেলআবু তৈয়ব মোঃ আরিফ গণমাধ্যমকে বলেন বলেন, সাবেক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার স্যারের পক্ষ থেকে  ক্লাবের খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য  জার্সি, বুট, মার্কার কোন, ফাস্ট এইড, আইসবক্স, হার্ডেল,বিফস্ সহ  আধুনিক খেলার সরঞ্জাম সামগ্রী হস্তান্তর করা হল আজ।

জানা গেছে, নাসরিন সুস্থ হলেও রুমি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। কিছু দিনের মধ্যে  ঢাকায় রুমির অপারেশন করানোর ব্যবস্থা করবেন রংপুরের সাবেক পুলিশ সুপার বিপ্লব কুমার।