১২’শ কোটি টাকা আত্মসাৎ করা সেই বাবু গ্রেফতার

সেই বাবু ১৭ বছর কারাদণ্ড প্রাপ্ত আসামি

১২’শ কোটি টাকা আত্মসাৎ করা সেই বাবু গ্রেফতার
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ নোয়াখালীর বেসিক ব্যাংকের ১২’শ কোটি আত্মসাৎ করা সেই  আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।  অভিযুক্ত বাবু আত্মসাতেদর মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী ছিল।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে আসামিদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ আগস্ট) সোনাইমুড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াশেকপুর গ্রামের ডা. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান। তার বিরুদ্ধে বেসিক ব্যাঙ্কের ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।