বাংলাদেশের কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে আসছে আর্জেন্টিনা

আর্জেন্টিনাসহ অংশ নেবে আরও ১২টি দেশ

বাংলাদেশের কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে আসছে আর্জেন্টিনা

নিউজডোর স্পোটর্স ডেস্ক ♦ আসছে মার্চ মাসের ১১ থেকে ২২ তারিখ পর্যন্ত ঢাকায় চলবে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই আসরে আর্জেন্টিনাও অংশ নেবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এবারের এই কাবাডি টুর্নামেন্টে অংশ নেবে মোট ১২টি দল। কাবাডি ফেডারেশন থেকে জানা যায়, বাংলাদেশ ছাড়াও ১২টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আর প্রথমবারের মতো অংশ নিতে আসছে আর্জেন্টিনা।

অংশ নেয়া ১২ দলগুলো হলো- স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উল্লেখ্য, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের গেল দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগাররা আশাবাদী যে তারা তৃতীয়বারেও চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক করবে। খেলোয়াড়রা বলছেন, তাদের এ খেলায় অভিজ্ঞতা যেমন রয়েছে, পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ায় তেমনি কনফিডেন্স-এর মাত্রাও রয়েছে বেশি।