ভলিবল প্রতিযোগিতায় দিনাজপুরকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর
স্টাফ রিপোর্টার ♦ আন্তঃ বিভাগীয় মহিলা ভলিবল প্রতিযোগিতায় দিনাজপুরকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। রবিবার রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল স্টেডিয়ামের সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলীর সঞ্চালনায়, সাধারণ সম্পাদক লতিফা শওকতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সোনিয়া আক্তার, মোছাঃ জান্নাতুল ফেরদৌসী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী রংপুর জেলা দল ও বিজীত দিনাজপুর জেলা দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। এর আগে সকালে নীলফামারীকে হারিয়ে ফাইনালে ওঠে দিনাজপুর। অন্যদিকে কুড়িগ্রামকে হারিয়ে ফাইনালে ওঠে রংপুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মোছাঃ বিজলী বেগম, সদস্য শাহনাজ বেগম লাভলীসহ অন্যরা।