৫ উইকেটে সম্পাদক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সভাপতি একাদশ

২৬ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় সভাপতি একাদশের অলরাউন্ডার আলমগীর

৫ উইকেটে সম্পাদক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সভাপতি একাদশ
৫ উইকেটে সম্পাদক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সভাপতি একাদশ

স্টাফ রিপোর্টার ♦ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জিলা স্কুল মাঠে সভাপতি একাদশ ও সম্পাদক একাদশের মধ্যকার এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সম্পাদক একাদশ। ১২ ওভারের ম্যাচে তারা সংগ্রহ করে ৯৭ রান। ইনিংসে দ্বিতীয়ার্ধের খেলায় সভাপতি একাদশ এক ওভার হাতে রেখে ৫ উইকেটে বিজয় অর্জন করে। খেলায় সর্বোচ্চ ২৮ রান করেন সম্পাদক একাদশের ব্যাটার আলী হায়দার রনি। ২৬ রান ও দুই উইকেট নিয়ে প্লেোর অব দ্যা ম্যাচ হয় সভাপতি একাদশের অলরাউন্ডার আলমগীর হোসেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, ঢাকা পোস্টের বিভাগীয় প্রতিনিধি রংপুর প্রেসক্লাবের সদস্য ফরহাদুজ্জামান ফারুক ও সাতগাড়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শাহীন মিয়া। টিসিএ, রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল হামীম, এটিএন বাংলা ও এনটিএন নিউজের বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন। 
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, টিসিএ, রংপুরের সদস্যরা জেলার সমস্যা, সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সপ্তাহের সাত দিনই পরিশ্রম করে রংপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহযোগিতা করছে। পেশাগত কাজের বাহিরে তারা একটি আনন্দঘন মুর্হুত কাটানোর জন্য যে ক্রিকেট খেলার আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি টিসিএ’র সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের বন্ধনকে দৃঢ় করবে সেই প্রত্যাশা করছি। শেষে টিসিএ, রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।