গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ এড়াতে যা করতে বলছে ফায়ার সার্ভিস

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ এড়াতে যা করতে বলছে ফায়ার সার্ভিস

নিউজডোর ডেস্ক ♦ প্রতিবছরই এরকম সময় আমরা দেশে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা টেলিভিশণ, পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। এগুলো খবর দেখে নিজেদের মধ্যে এক ধরণের ভয়ভীতি কাজ করে।  কেননা  প্রতিটি বাড়িতে বাড়িতে রান্নার জন্য জ্বালাতে হয় আগুন, আর এখন তো প্রায় সকলেই ব্যবহার করেন এলপিজি সিলিন্ডার বা এলপি গ্যাস। এই সিলিন্ডারগুলো বিষ্ফোরনের আশংঙ্কা থাকে ।

ফায়ার সার্ভিস বিস্ফোরক দপ্তরের কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজের প্রধান কারণ অনুপযুক্ত নিম্নমানের সিলিন্ডার ব্যবহার করা। এসব কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এছাড়া কোনো ভবনে একবার গ্যাস জমে গেলে তা অপসারণ না করলে বিস্ফোরণের আশঙ্কা থাকে।

তারা আরও জানান, অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য ক্রেতাদের কাছে বিক্রেতারা প্রায়ই সস্তা ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করে। এমনকি যদি সিলিন্ডারে ফুটো থাকে এবং কেউ ফ্যান বা মশার ্যাকেটের মতো কিছু চালু করে, তবুও বিস্ফোরণ ঘটতে পারে।

আরও জানানো হয় যে, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ এড়াতে করণীয়:

  • বাজারে সিলিন্ডার কেনার সময় উন্নতমানের নতুন সিলিন্ডার কিনুন
  • রান্নার কাজ শেষ হলে মনে করে চুলা ও সিলিন্ডারের চাবি বন্ধ করুন
  • গ্যাস লিকেজের গন্ধ পেলে ঘরের দরজা জানালা খুলে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন যাতে রুম থেকে গ্যাস বের হয়। এর আগে ফ্যান, লাইট কিংবা ইলেক্ট্রিক কোন জিনিস চালাবেন না।