যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক মধুর: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক মধুর: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, কিন্তু কিছু মহল তিক্ততা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা যে নীতি মূল্যবোধে বিশ্বাস করি তাতে আমেরিকা বিশ্বাস করে। বাংলাদেশ সেই দেশ যেখানে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। যদিও আমরা জনগণের ভোটে জয়ী হয়েছি, কিন্তু একাত্তরে আমাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি, বরং আমাদের গণহত্যা করা হয়েছিল এবং তারপর বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র মানবাধিকারে বিশ্বাস করে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একই মত চিন্তাভাবনা রয়েছে। নীতিগতভাবে আমাদের দুই দেশের মিল রয়েছে। তবে তাদের কেউ কেউ আমাদের উন্নয়ন পছন্দ নাও করতে পারে, তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।