মানুষ আবারো বিএনপির অগ্নিসংযোগের ভয়াবহ রূপ দেখেছে: প্রধানমন্ত্রী

মানুষ আবারো বিএনপির অগ্নিসংযোগের ভয়াবহ রূপ দেখেছে: প্রধানমন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ দেশের মানুষ আবারো বিএনপির অগ্নিসংযোগের ভয়াবহ রূপ দেখেছে উল্লেখকরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার (৩০ জুলাই) গণভবন থেকে কার্যত পঞ্চম পর্বে ৫০টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার উদ্যোগ নিলেও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বায়তুলের আধুনিকায়ন বন্ধ করে দেয়। মোকাররম জাতীয় মসজিদ। ক্যান্টনমেন্ট মসজিদ নির্মাণও বন্ধ করে দেন খালেদা জিয়া। তারা ইসলামের নামে রাজনীতি করে। কিন্তু ধর্মের প্রতি তাদের আন্তরিকতা ছিল না। যা ছিল শোম্যানশিপ।

তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, জুমার নামাজের খুতবায় তাদের সামাজিক বিষয়ে সচেতন করতে, ছোট শিশুরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস অসামাজিক কার্যকলাপে জড়িত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।