রংপুর জেলা প্রশাসকের তিস্তার বন্যা কবলিত এলাকা পরিদর্শন

ভাঙ্গন রোধ করতে বাধঁ  নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা

রংপুর জেলা প্রশাসকের তিস্তার বন্যা কবলিত এলাকা পরিদর্শন

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার বন্যা কবলিত  এলাকা  পরিদর্শন শেষে দূর্গতদের  মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন । গতকাল শনিবার  বিকেলে  উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা ও লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে শংকরদহ গ্রামের বন্যা কবলিত লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার ভূমি) নয়ন কুমার সাহা, লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্যরা। এ সময় জেলা প্রশাসক ডঃ চিত্রলেখা নাজনীন বলেন, আমরা বন্যার আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করছি। ভাঙ্গন রোধ করতে বাধঁ  নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।