বিশ্ব ব্যাংকের ধারণা পাল্টে এক বছরে আয় ৮০০ কোটি
স্বপ্নের পদ্মাসেতুর আজ ১ বছর
নিউজডোর ডেস্ক ♦ স্বপ্নর পদ্মাসেতু থেকে গেল ১ বছরে আয় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সেখান থেকে ৬২৩ কোটি ৯৩ লাখ টাকার ঋন পরিশোধ করেছে কর্তৃপক্ষ ।
সামনে এ আয়ের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ২০২২ সালের ২৫ জুন, পদ্মাসেতুর শুভ সূচনা করে ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে বাংলাদেশ। আর এই পদ্মাসেতুর মাধ্যমে দক্ষিনের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে ব্যাপক।
প্রাথমিকভাবে বিশ্বব্যাংকের ধারণায় এই সেতুতে প্রতিদিন গড়ে যানবাহন চলবে ৭ হাজার। তবে বাস্তবে এখন যান চলাচল করছে দৈনিক ১২ থেকে ১৪ হাজার। ফলে এক বছরে যান চলাচল করেছে ৫৬ লাখ ৫৪ হাজারের বেশি যানবাহন। যা থেকে এক বছরে আয় হয়েছে ৭৯৪ কোটিরও বেশি টাকা।