বিষ্ফোরণ: কারা ছিলেন এ্যাম্বুলেন্সটিতে

বিষ্ফোরণ: কারা ছিলেন এ্যাম্বুলেন্সটিতে
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পদ্মা সেতুর কাছাকাছি আসতেই হঠাৎ অ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।

শনিবার (২৪ জুন) পৌনে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মালিগ্রাম এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ভাঙ্গার মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় না মিললেও জানা গেছে মৃতের মধ্যে দুই শিশু, তিন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। ভাঙার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায় এবং অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা লাগলে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় সাতজন যাত্রীই মারা যায় এবং চালক আহত হয়।