ফুলবাড়ীতে মুদি দোকানদার হত্যার মামলায় ৩ জনের ফাঁসি
সকল আসামীর উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়

মো. আরমান হোসেন (দিনাজপুর) ♦ দিনাজপুর ফুলবাড়ীত মুদি দোকানদারকে হত্যার পর লাশ গুমের মামলায় ৩ জনকে মত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত ।
সোমবার বিকাল ৪ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক মেহেদী হাসান মন্ডল এ রায় প্রদান করেন। আদালত রায় প্রদানের সময় সকল আসামীর উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয় ।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো আতাউর ওরফে আতর আলী (৩৮) রেজাউল করিম বাবু (৩৫) ও শরিফুল ইসলাম (৩০)
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো গোলাম রব্বানী (৩০) একরামুল হক (৩৮) জাহাঙ্গীর আলম (৪০) সাঈদ আলী (৪৫)
উল্লেখ্য ২০০৯ সালের ২১ আগস্টে জেলার ফুলবাড়ী উপজলার গড়পিংলাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবীর (২৪) কে স্থানীয় জয়গঞ্জ বাজার থেকে রাত ১০ টার দিকে বাড়ী যাওয়ার পথে এমআইবি ইটের ভাঁটার ভিতরে নিয়ে ইট দিয় মাথা থেতলিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দশ্য ইটের স্তুপের মধ্যে ঢুকিয়ে রাখে । পরে পুলিশ রক্তমাখা লাশ উদ্ধার করে সুরতেহাল রিপোর্ট ময়না তদন্ত প্রতিবেদন ও আসামিদর জবানবন্দীর ভিত্তিতে চার্জশিট আদালত প্রদান করে ।