গাজীপুরে অপহৃত শিশু রংপুরে উদ্ধার অপহরনকারী গ্রেফতার
অধিযাচনপত্র প্রাপ্তীর ১ ঘন্টার মধ্যে অভিযানে নেমে পড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ

স্টাফ রিপোর্টার ♦ গাজীপুরে অপহৃত শিশুকে রংপুর থেকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার বিকেল ৫টায় রংপুর টেনিস ক্লাব মাঠ থেকে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়। অপহরণকারী মো. রাকিব চৌধুরী (৩০) হারাগাছের বেনুপাড়া এলাকার মো. আব্দুর রউফের পূত্র। এতথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত অভিযুক্তকে জিএমপি, গাজীপুর গাছা থানা প্রতিনিধির কাছে অধিযাচনপত্রের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, শনিবার সকাল ৯টার গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা হতে মো. সামিদুল ইসলামের পূত্র মো. আরাফাত হোসেন (০৩)-কে অপহরণ করে রংপুরে নিয়ে আসে এবং মুক্তিপন দাবি করে অপহরণকারী। পরবর্তীতে ভিকটিমের পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিলে জিএমপি গাছা থানার অধিযাচনপত্র প্রাপ্তীর ১ ঘন্টার মধ্যে অভিযানে নেমে পড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ।