কৃত্রিম পায়ের ভেতর থেকে হেরোইন উদ্ধার, গ্রেফতার-২

১০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব

কৃত্রিম পায়ের ভেতর থেকে হেরোইন উদ্ধার, গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার ♦ কৃত্রিম পায়ের ভেতর থেকে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব। অ্যাম্বুলেন্সে রোগী সেজে মাদক পরিবহনের সময় তারা র‌্যাবের জালে আটকা পড়ে। এরা হলো, রাজশাহী জেলার আজিজুর রহমান (৩৫) ও অ্যাম্বুলেন্স চালক বুলবুল আহমেদ (৪০)। 

বৃহস্পতিবার বিকেলে রংপুর-১৩ সদর দপ্তরে র‌্যাবের কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে জরুরী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন অ্যাম্বুলেন্সটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

পঙ্গু ও সারা শরীরে টিউমারে আক্রান্ত আজিজুর রহমানকে রংপুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে বলে জানায় চালক বুলবুল। এ সময় র‌্যাব সদস্যদের কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে পাটিতে তল্লাশী করা হয়।

এতে অভিনব কায়দায় লুকানো ৪১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে নিয়োগ অ্যাম্বুলেন্সটিকে জব্দ করেছে র‌্যাব।