প্রধানমন্ত্রীর সহযোগিতায় স্বপ্নের সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে: রসিক মেয়র

প্রধানমন্ত্রীর সহযোগিতায় স্বপ্নের সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে: রসিক মেয়র

স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, প্রধানমন্ত্রী’র সহযোগিতা নিয়ে নগরবাসীর স্বপ্নের সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে। রংপুর সিটি কর্পোরেশন হবে একটি উন্নত, পরিচ্ছন্ন, স্মার্ট নগরী। এ নগরীকে সাজাতে সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। বিগত সময়ের মত নগরবাসী আমার পাশে থাকবে এই প্রত্যাশা করছি। 
রোববার (৫ ফেব্রæয়ারী) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গনে নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
সিটি মেয়র বলেন, রংপুর নগরীর মাস্টারপ্লান, জনবল কাঠামো নেই। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়নি।  ফলে পরিকল্পিত নগর গড়তে পারছি না। এজন্য প্রধানমন্ত্রীর কাছে নগরীর অত্যাবশকীয় দাবীগুলো উপস্থাপন করবো। তিনি সহযোগিতা করলে আমরা রংপুর সিটি কর্পোরেশন এগিয়ে নিয়ে যেতে পারবো।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম দেওয়ানীসহ অন্যরা। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সিটি মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা দেন।