দিনাজপুর পৌর মেয়রের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ
নানান অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন
মোঃ আরমান হোসেন (দিনাজপুর) ♦ দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে আজ সোমবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পৌরসভার সাবেক কাউন্সিলর জন কল্যান সংস্থার ডাকে পালিত কর্মসুচিতে অংশ নেন পৌর পরিষদের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক কাউন্সিলরসহ ১২টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নারী পুরুষেরা। প্রায় দেড়শত কোটি টাকা ব্যয়ে দুর্নীতি এবং অনিয়ম ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলছেন তারা। মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি করেছেন আন্দোলনকারিরা।
অভিযোগের ফিরিস্তির মধ্যে বলা হয়েছে, পৌর মেয়রের স্বেচ্ছাচারিতার কারনে হাটবাজার ইজারার বকেয়া কোটি টাকা আদায়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এছাড়াও বাজেট বর্হিভূত ভাবে মেয়র ১৫লাখ টাকা বিতরন করেছেন এবং ১৬২জন সুইপার, মৌলভী পুরোহিত ডোম কেয়ারটেকার প্রয়োজন না থাকা সত্তেও অস্থায়ী ভিত্তিতে (মাষ্টাররোলে) ২৪৮জন খন্ডকালিক কর্মী নিয়োগসহ নানান অনিয়মে মেয়র জড়িত রয়েছেন বলে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন সাবেক কাউন্সিলরদের ওই সংগঠনটির নেতারা। ২০১১ সাল থেকে গেল ১১ বছরের প্রায় এককভাবে মেয়রের হাতে ১৫১ কোটি টাকা দেখানো হলেও স্বচ্ছ হিসাব নেই বলে অভিযোগ তুলেছেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পৌর পরিষদের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জলফিকার আলী স্বপন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক কাউন্সিলর জিয়ার রহমান নওশাদ, সাবেক কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন, সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু, সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রমজান, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, সাবেক কাউন্সিলর জাকির হোসেন রেমো, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর মাসুদা খাতুন জ্যেস্না, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলামসহ সামাজ্যিক এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।