রংপুরে তীব্র শীতে শীতবস্ত্র নিয়ে অস্বচ্ছলদের পাশে জেলা পুলিশ। ভিডিও নিউজ
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে টানা তিনদিন ধরে মেলেনি সূর্যের দেখা। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় যখন বেহাল অবস্থা স্থানীয় অস্বচ্ছল মানুষদের ঠিক তখনই শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে গঙ্গাচড়া মডেল থানা প্রাঙ্গনে প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা পুলিশ সুপার ফেরদৌস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি রংপুর রেঞ্জ আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ মাসুমুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, এই সমাজে আমরা পুলিশ হিসেবে পরিচিত। তবে আমরাও মানুষ। এই সমাজের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবে আমরা শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। এসময় তিনি তীব্র শীতে অসহায়, দুস্থদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান।