রংপুরে বিভিন্ন অপরাধে ২৯ জন আটক, ১০৮ টি মামলা দায়ের
সচেতনতা বৃদ্ধি ও আইন মানাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান
স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে মহানগরী এলাকায় বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ।
আরপিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন নিউজডোরকে এতথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনার প্রেক্ষিতে আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম’র নির্দেশে রংপুর মহানগরী এলাকার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোস্ট ডিউটি কর্তৃক সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধকরণ ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১০৮ টি মামলা দায়ের করা হয়। আইন অমান্য করায় এবং ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য ও প্রয়োজনীয় কাজপত্র না থাকায় ২০ টি যানবাহন আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।