নির্মানাধীন সেতু থেকে ভেঙে প্রাণ গেল ১৭ শ্রমিকের

এদিকে মৃত শ্রমিকদের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তার ঘোষণা নরেন্দ্র মোদির

নির্মানাধীন সেতু থেকে ভেঙে প্রাণ গেল ১৭ শ্রমিকের

নিউজডোর আন্তজার্তিক ডেস্ক ♦ নির্মানাধীন সেতু ধসে প্রাণ গেল ১৭ শ্রমিকের। ধ্বংসস্তুপে আরও মরদেহ উদ্ধার অভিযান চলছে। ঘটনাটি ঘটেছে ভারতের মিজোরাম রাজ্যে। বুধবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা ভারতীয় গণমাধ্যমগুলোকে জানায়। এদিকে প্রতি মৃত শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে বেশ আলোচনা ও সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই বলছে “জীবনের মূল্য কি শুধুই ৫০ হাজার”।

জানা গেছে, দুর্ঘটনার সময় সেতুটিতে অন্তত ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের অনেকেরই এখনও হিসাব নেই।

মিজোরাম স্টেট গভর্নমেন্ট রেসকিউ ফোর্স এবং ইয়াং মিজো অ্যাসোসিয়েশন সাইরাং শাখা উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ, প্রশাসন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন।

আইজলকে ভারতীয় জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। এটি বৈরাবী এবং সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার।