বেরোবিতে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন
সুস্থ দেহ ও সুস্থ মন দুটিই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: উপাচার্য

বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেছেন, সুস্থ দেহ ও সুস্থ মন দুটিই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ্য রাখে। এই বিশ্ববিদ্যালয়ের অফিসারগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া চর্চা করেন, এটি তাদের জন্য ইতিবাচক দিক। সকলেরই উচিৎ প্রতিদিন কিছু সময় ক্রীড়া চর্চা করা। বুধবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।