নির্বাচিত হয়েই কাশ্মীর ইস্যু নিয়ে কথা বললেন পাক প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না

নির্বাচিত হয়েই কাশ্মীর ইস্যু নিয়ে কথা বললেন পাক প্রধানমন্ত্রী

গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। নির্বাচিত হয়েই উদ্বোধনী ভাষণে কাশ্মীর উস্যু নিয়ে কথা বলেন তিনি।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিষয়টি উত্থাপন করে তিনি অভিযোগ করে বলেন, উপত্যকার জনগণ রক্তক্ষরণের মধ্যে রয়েছে এবং পাকিস্তান প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সেখানকার বিষয়টি উত্থাপনের পাশাপাশিকাশ্মীরিদের “কুটনৈতিক ও নৈতিক সমর্থন দেবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, তিনি ভারতের সাথে সুসম্পর্ক চেয়েছেন, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা অর্জন করা সম্ভব নয়।

তিনি আরও বলেছেন, প্রতিবেশী পছন্দের বিষয় নয়। এটি এমন কিছু, যার সঙ্গে  আমাদের থাকতে হবে এবং দুর্ভাগ্যবশত ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না। খবর: এনডিটিভি