‘দাম কমাও, জান বাঁচাও’ শ্লোগানে রংপুরে বিক্ষোভ মিছিল

নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

‘দাম কমাও, জান বাঁচাও’ শ্লোগানে রংপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ♦ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসহ অন্যান্য পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি। ‘দাম কমাও, জান বাঁচাও’ শ্লোগানে মঙ্গলবার দুপুরে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেনের নেতৃত্বে রংপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সমাবেশে বক্তারা বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম নিজের খেয়াল খুশি মত বাড়াচ্ছে। এতে করে দিন খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে। তাই ডিজেল, কেরোসিন, গ্যাস, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, চাল, ডাল, তেল, পেঁয়াজ, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো ও দেশব্যাপী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তবে দেশের অন্যান্য রাজনৈতিক সংগঠন সাধারণ জনগণকে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে।