প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। সোমবার (২২ মে) দুপুরে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, আহ্বায়ক কমিটির সদস্য রোজী রহমান, জাহাঙ্গীর বখশিসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অপরদিকে বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য প্রধানমন্ত্রীকে হত্যা করে দেশের উন্নয়নকে থমকে দেয়া। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা এই অপচেষ্টাকে সফল হতে দেবে না। তারা রাজপথে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।