মামলার ৫ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করল আরপিএমপি
আসামিকে হৃদয়কে আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার ♦ চুরির মামলার পাঁচ ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর মাহিগঞ্জের গোসাইবাড়ি এলাকার একটি চাউল ঘরে (চাতাল)এই চুরির ঘটনা ঘটে।
ওই দিনই সোয়া ১২ টার দিকে আরপিএমপির মাহিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার মো. ফারুক আহমেদ।
তিনি জানান,আসামি হৃদয় একটি চাউল ঘরের ৫শ’ টাকার ৫টি লোহার ব্লেড এবং ৭’শ টাকার একটি লোহার পাইপ চুরি করে। চুরি করার সময় ওই চাতালের কর্মচারি সচিন ও মানিক দেখে ফেলেন। এরপর থানায় একটি মামলা দায়ের করা হলে ওই এলাকার মৃত. নুরে আলমের পূত্র মো. হৃদয় মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।