বিচারের আগেই খাদিজার এক বছর কাটল কারাগারে
নিউজডোর ডেস্ক ♦ ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা দুইটি মামলার বিচার শুরুর এক বছর আগে থেকেই কারাগারে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। এদিকে যে আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা নিয়ে বেশ সমালোচনা চলছে বাংলাদেশে। সেই সমালোচনার মুখে পড়ে সরকার সেই আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিচার শেষ হওয়ার আগেই খাদিজার এক বছরের কারাদন্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
২০২০ সালে খাদিজার বিরুদ্ধে মামলা হয়। দুই বছর পর গত বছরের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে সাত বছরের জেল হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একই অপরাধের জন্য একটি নতুন আইন করা হচ্ছে, যা সাইবার নিরাপত্তা আইন নামে পরিচিত হবে। এমতাবস্থায় খাদিজাসহ যারা ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আছেন তাদের বিষয়ে আদালতের মাধ্যমে কী করা যায় তা নিয়ে আমরা ভাবছি।