পরিস্থিতি বুঝে আবারও লকডাউন দেয়া হতে পারে: কাদের
মানুষের জীবন-জীবিকার স্বার্থে লকডাউন খুলে দিচ্ছে সরকার

নিউজডোর ডেস্ক ♦ পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে কিন্তু পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন দেয়া হতে পারে।
সোমবার (৯ আগস্ট) তেজগাও সড়ক ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে সরকার। পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন দেয়া হতে পারে।