দিনাজপুর চেম্বারের নির্বাচন: রফিকুল ইসলাম পরিষদকে বেকারী মালিক সমিতির সমর্থন
মোঃ আরমান হোসেন (দিনাজপুর) ♦ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক মেয়াদী নির্বাচন আগামী ১২ জুন শনিবার। এই নির্বাচনে জয় পেতে চেম্বারের দীর্ঘদিনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পরিষদ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন পরিষদের প্রার্থীরা। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির পূর্ণ সমর্থন পেয়েছেন রফিকুল ইসলাম পরিষদ।
২৩ মে রবিবার দুপুরে শহরের গণেশতলার সমিতি কার্যালয়ে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে মতবিনিময়ের মাধ্যমে এই সমর্থন দেন। বেকারী মালিক সমিতির ৭৫ জন ভোটার পূর্ণ সমর্থন দিয়ে রফিকুল ইসলাম পরিষদকে আগামী নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করার অঙ্গীকারাবদ্ধ হোন। মতবিনিময় সভায় জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম শেখ এর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক নির্বাচনে রফিকুল ইসলাম পরিষদের প্রার্থী বিশ্বনাথ আগরওয়ালা বিশু, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, চেম্বারের বর্তমান সহ সভাপতি মানবেন্দ্র দাস মনোজ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম পরিষদের প্রার্থী আলহাজ্ব মো. রেজাউল করিম, মো. মোকাররম হোসেন, তায়েফ বিন শরীফ, মো.ইয়াকুব আলী, সাজেদুল আবেদীন শাহীন, সৈয়দ সপু আহাম্মেদ, মো. রুবেল ইসলাম, মো. রফিকুল ইসলাম সোনা প্রমুখ। প্রসঙ্গত, আগামী ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ১৮টি পদ, সহযোগি, গ্রুপ ও টাউন এসোসিয়েট পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ২৫৭৭ জন ব্যবসায়ী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।