সাংবাদিকতা চালিয়ে যাব: রোজিনা

সাংবাদিকতা চালিয়ে যাব: রোজিনা

নিউজডোর ডেস্ক ♦ কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। বেরিয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন সাংবাদিক রোজিনা। বললেন, সাংবাদিকতা চালিয়ে যাবেন তিনি।

কারাগার থেকে বের হয়ে রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব’। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ।

তথ্য সংগ্রহ করতে গিয়ে সচিবালয়ে হেনস্থার শিকার এবং এক মামলায় গ্রেফতার হন প্রথম আলোর জ্যেষ্ঠ এই সাংবাদিক রোজিনা ইসলাম। রোজিনাকে গ্রেফতারের কারণে উদ্বেগ করে জাতিসংঘ।

পেশাগত দায়িত্বপালন করতে গত সোমবার (১৭মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা। সেখানে তাঁকে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত (পাঁচ ঘন্টার বেশি) সময় একটি কক্ষে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

একপর্যায়ে তিঁনি অসুস্থ হতয়ে পড়েন। রাত ৯টার দিকে তাঁকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই রোজিনাকে গ্রেফতার দেকানো হয়।