আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি জাপা প্রার্থী
দেড়-দু’ঘন্টা পর আবার আসার অনুরোধ
ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ জটিলতার কারণে ভোট দিতে পারেননি সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমার রেবতি রেমন উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যায় পড়েন এই জাপা প্রার্থী।
এসময় কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জাপা প্রার্থী আতিককে দেড়-দু’ঘন্টা পর আবারও আসার অনুরোধ করেন।
এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন আতিকের প্রচারের দায়িত্বে থাকা জাপা নেতা মামুনুর রশীদ।