শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা জানানো হবে কাল

১৮ মাস পর তালা খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর

শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা জানানো হবে কাল

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এ তথ্য গণমাধ্যমকে এ কথা বলেন।

এসময় তিনি করোনার টিকা সম্পর্কে বলেন, ১২ বছরের ঊর্ধ্ব বয়সীদেরকে ফাইজার ও মর্ডানার টিকা দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকবার খোলার উদ্যেগ নেয়া হলেও করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে তা করা সম্ভব হয়নি।

তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এ মাসের ১২ তারিখে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান।