অস্বচ্ছলদের মাঝে রংপুর জেলা ছাত্রলীগের ইফতার বিতরন

স্টাফ রিপোর্টার ♦ মহামারি করোনা ভাইরাস ও লকডাউন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও পানি ও বিতরণ করেছে রংপুর জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেলে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে নগরীর মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক, নর্দান মেডিকেল কলেজ এর সামনে, মেডিকেল পুর্বগেট এলাকায় অস্বচ্ছলদের মাঝে ইফতার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রীগের, প্রচার সম্পাদক মোক্তার এলাহি মুরাদ, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, উপ প্রচার সম্পাদক মুরাদ কাওছার ছাত্রলীগ নেতা, আল শাহরিয়ার মেহেদী মেহেদী হাসান জিম,মাহমুদুর অভি , কে এম তাওহীদ , রুহুল, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম,আলমগীর কবির, আলিফ,আসিফ, অমিত প্রান্ত,জয়, তুষার হাবিব, মুহিব প্রমুখ।