সচিবের অসুস্থ মায়ের সেবায় ২৪ কর্মকর্তা-কর্মচারি

সচিবের ভাষ্য: আমি কোনও লিখিত নির্দেশনা দেইনি

সচিবের অসুস্থ মায়ের সেবায় ২৪ কর্মকর্তা-কর্মচারি

নিউজডোর ডেস্ক ♦ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মৎস ও প্রণিসম্পদ মন্তণালয়ের সচিব রওনক মাহমুদের মা জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউটের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

গেল সোমবার (২৩ আগস্ট) বেসরাকরি টেলিভিশন চ্যানেল ২৪ এর করা এক প্রতিবেদনে উঠে আসে, সেই সচিবের মায়ের চিকিৎসা সেবায় কাজ করছে উপসচিবসহ ২৪ জন কর্মকর্তা-কর্মচারি। তাদের লিখিত নির্দেশনায় তিনদিনের জন্যে চার শিফটে  দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। যাদের ২৪ ঘন্টায় থাকতে হচ্ছে হাসপাতালের করোনা ইউনিটে।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, আমার মায়ের বয়স ৯৫ বছর। আমার অসুস্থ মাকে ফিসের লোকজন দেখতে যাচ্ছে- সেটি নিয়েও আপনারা নিউজ করছেন। এখন কি করা যাবে? আমি লিখিত কোনো নির্দেশনা দেইনি- এটা বললে আপনারা বলবেন আমি অস্বীকার করছি। ফলে এ বিষয়ে আমাকে জিজ্ঞাসা করার দতরকার নেই। আপনারা সরেজমিনে গিয়ে দেখেন। যেটি বাস্তব পাবেন সেটি লিখবেন।

সূত্র:সমকাল

সচিবের লিখিত নির্দেশনা: এখানে ক্লিক করুন