শেখ হাসিনার সমাবেশস্থলে বোমা: ১৪ জনের মৃত্যুদণ্ড
নিউজডোর ডেস্ক ♦ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কোটালিপাড়ায় তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁেতে রাখার ঘটনার মামলায় মোট ১৪ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, মো. মফিজুর রহমান, মো. মাহমুদ আজহার, মো. রাশেদুজ্জামান, ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন মিয়া, মাওলানা আমিরুল উসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রুফকুল ইসলাম খান।
ঘটনার ২০ বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর পরিচালক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।
২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। পরদিন ওই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার কথা ছিল।