রমেকে নমুনা পরীক্ষায় আরও ২০ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২০ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৮ জন, লালমনিরহাটের ৬ জন, কুড়িগ্রামের ২ জন, গাইবান্ধার ২ জন, নীলপামারী ও জয়পুরহাটের একজন করে রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, নীলফামারী কিশোরগঞ্জের এক বৃদ্ধ (৮০), গাইবান্ধা সদর কঞ্চিপাড়ার এক পুরুষ, কুড়িগ্রাম নাগেশ্বরীর এক নারী (৫৩),  রংপুর সদরের এক বৃদ্ধা (৮০), আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক পুরুষ (৫৭)।

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর আশরতপুরের নারী (৩৩), এক শিশু (৪), সেনপাড়ার এক যুবক (২৯), জয়পুরহাটের এক পুরুষ (৩০), পার্কের মোড়ের এক যুবক (২১), রংপুর নগরীর ২৯নং ওয়ার্ডের বাসিন্দা এক নারী (৪৭) নিউ সেনপাড়ার এক পুুরুষ (৪৯)। 

লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৫), এক বৃদ্ধা (৭০), এক নারী (৪৫), এক শিশু (১২), আদিতমারীর এক পুরুষ (৪২), এক নারী (৩২)। 
এছাড়া গাইবান্ধা গোবিন্দগঞ্জের এক পুরুষ (৩৫) ও কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৪৫) নতুন করে শনাক্ত হয়েছেন। 

সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৯৯৫ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৬১৯ জন। মারা গেছেন, ৯৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ২৯ জন।