রংপুরে মহাসড়ক এলাকায় সিসিটিভি ক্যামেরা সংযোগ স্থাপন ও পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রংপুরে মহাসড়ক এলাকায় সিসিটিভি ক্যামেরা সংযোগ  স্থাপন ও পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মঙ্গলবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ।

মেরিনা লাভলী ♦ রংপুর নগরীর সিও বাজার থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়ক এলাকায় সিসিটিভি ক্যামেরা সংযোগ স্থাপন ও পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, মেনহাজুল আলমসহ অন্যরা।

সিটি কর্পোরেশনের অর্থায়নে মহাসড়ক এলাকায় এ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করবে।