রংপুর বিভাগে করোনা সংক্রমণ কমেছে, আক্রান্তের হার শতকরা ৫ ভাগ

রংপুর বিভাগে করোনা সংক্রমণ কমেছে, আক্রান্তের হার শতকরা ৫ ভাগ

এহসানুল হক সুমন ♦ নমুনা পরীক্ষা বিবেচনায় রংপুর বিভাগে করোনার সংক্রমণের হার শতকরা ১০ ভাগের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫ দশমিক ১৫ ভাগ। এছাড়া গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কেউ মারা যাননি বলে মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোতাহারুল ইসলাম জানিয়েছেন। 

তিনি আরও জানান, এ বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন, ৫৪ হাজার ২৫১ জন ও সুস্থ্য হয়েছেন, ৫০ হাজার ৪৯১ জন। মারা গেছেন, ১ হাজার ২১৮ জন। এ বিভাগে মারা যাওয়ার হার শতকরা ২ দশমিক ২৫ ভাগ এবং সুস্থ্যতার হার শতকরা ৯৩ দশমিক ০৭ ভাগ।