রংপুরে বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর মেট্রো পুলিশ

রংপুরে বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর মেট্রো পুলিশ

নভেল চৌধুরী ♦ দেশব্যাপী কঠোর লকডাউনের ৭ম দিনে রংপুর মেট্রোপলিটন এলাকায় সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ ও ডিবি'র মোট ২৫ টি টহল টীম।

বুধবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. ফারুক আহমেদ।

তিনি জানান, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সড়ক ও স্থানে ২০ টি চেকপোস্ট বসিয়ে কাজ করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

সড়ক পরিবহন আইন ভঙ্গ করায় মোট ৩১টি মামলা দায়ের করে আটক করা হয়েছে ৪টি যানবাহন। জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।

এছাড়াও রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে।

অতিমারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতকল্পে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ আজ রংপুর শহরের সকল গুরুত্বপূর্ণ রাস্তায় টহল, অভিযান পরিচালনা, জরুরী প্রয়োজনে বের হওয়া লোকজনদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, মাস্ক বিতরণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।