মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শংকু সমজদার স্মরণে আলোচনা সভা

মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শংকু সমজদার স্মরণে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ♦
মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শংকু সমজদার স্মরণে আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে নগরীর আশরতপুর চকবাজারে শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, কারমাইকেল কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক। সভায় বক্তারা শংকু সমজদার স্মরণে একটি চত্ত্বর নির্মাণের দাবী জানান। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, নৃত্য ও কবিতা পরিবেশন করে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। 

উল্লেখ্য,  ১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙে রংপুরেও হরতাল পালিত হয়। সেই আন্দোলনের বিক্ষোভ মিছিল নগরীর স্টেশনরোডস্থ আলমনগরের দিকে এগিয়ে গেলে এক অবাঙ্গালীর বাড়ি থেকে ছোড়া গুলিতে শহীদ হন ষষ্ঠ শ্রেণি পড়ুয়া শিশু শংকু সমজদার।