বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া’র সমাধিতে যুবলীগের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের প্রখ্যাত পরমানু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়া’র ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে রংপুর জেলা যুবলীগ। বৃহস্পতিবার (৯ মে) সকালে পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. এমএ ওয়াজেদ মিয়ার’র সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মী চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক শামিম সর্দারসহ অন্যরা। এ সময় ড. এমএ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জ্যেষ্ঠ জামাতা,মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বামী, উপমহাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা পুস্পার্ঘ্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা করেছি। ড. এমএ ওয়াজেদ মিয়ার জীবন-দর্শনকে আমরা অন্তরে লালন করি। তিনি তার কর্মজীবনে দেশের জন্য যে কল্যান বয়ে এনেছেন তা যুব সমাজ আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।