বাঘ-ক্যাঙ্গারু লড়াইয়ে কে এগিয়ে

বাঘ-ক্যাঙ্গারু লড়াইয়ে কে এগিয়ে

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ আজ সন্ধ্যায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০মিনিটে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এর আগে টি-টোয়েন্টিতে বাঘ-ক্যাঙ্গারুর লড়াই হয়েছিল মোট চারবার। তার মধ্যে একটিতেও সুবিধে করতে পারেনি বাংলার বাঘেরা।

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৫৮ রান করে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ করে সর্বোচ্চ ১৫৬ রান। সর্বনিম্ন ১৪১ করে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ১১৪ সর্বনিম্ন রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে।  

বাংলাদেশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেট কিপার), তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, শামিম হোসেন, নাসুম আহমেদ, মেহেদি হোসেন।

অস্ট্রেলিয়া: জস ফিলিপ্প, মিথেল স্টার্ক, মিথেল স্যেয়েপসন, অ্যাসটন আগার, ওয়েস আগার, অ্যালেক্স ক্যারি, অ্যান্ড্রেও ট্যাই, ম্যাথেও ওয়েড (অধিনায়ক), অ্যাডাম জামপা, জস হ্যজেলউড, মইসেস হ্যানরিকিউস, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, রাইলে মেরেডিথ, অ্যাস্টন টার্নার, জেসন বেহেরেনডরফ।