দেশে প্রথমবারের মতো ঘুরল মেট্রোরেলের চাকা

দেশে প্রথমবারের মতো ঘুরল মেট্রোরেলের চাকা

নিউজডোর ডেস্ক♦  দেশে প্রথমবারের মতো ঘুরল মেট্রোরেলের চাকা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরীক্ষা-নিরিক্ষার জন্য চালানো হয় বিদ্যুৎ চালিত এ ট্রেনটি। জানা যায় এ ধরণের আরও ১৮টি পরীক্ষা চালানো হবে।

মঙ্গলবার (১১মে) দুপুর ১২টার দিকে দিয়াবাড়িতে ডিপোর ভেতরে চালানো হয় মেট্রোরেলের প্রথম ট্রেন। ওয়ার্কশপ থেকে চালিয়ে ছয় বগির (কোচ) ট্রেনটি আনলোডিং জোনে নিয়ে আসা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিয়াবাড়িতে ডিপোর ভেতরে চালানো হয় মেট্রোরেলের প্রথম ট্রেন। ওয়ার্কশপ থেকে চালিয়ে ছয় গির (কোচ) ট্রেনটি আনলোডিং জোনে নিয়ে আসা হয়।

গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ঢাকায় এসে পৌঁছে। এতে মোট ছয়টি কোচ আসে।