দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ
আরমান হোসেন ♦ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে।
১৩ ডিসেম্বর রোববার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, শেখ হাসিনা সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। তাই সকল প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের জন্য প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা অব্যাহত রাখা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে সার ও বীজের কৃত্রিম সংকট দূর হয়েছে। এছাড়াও কৃষকদের ভুর্তকিতে বিভিন্ন উপকরণ দিয়ে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
আস্করপুর ইউনিয়নের মুনসুর চৌধুরী দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল হালিম, মো. মতিউর রহমান, মোছাঃ বুলবুলি আরা, মো. আইনুল হক, সাবেক সদস্য মো. আজমুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ নাহিদা মাজেদ, মো. আতিকুর রহমান, কৃষক লীগ নেতা মো. মতিউর রহমান, ছাত্রলীগ আস্করপুর ইউনিয়ন শাখার সম্পাদক মো. জিন্নাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের ৩শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি করে ৬শ’ কেজি ধান বীজ বিতরণ করা হয়। এছাড়াও এর আগে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।