জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কি হবে: কাদের

কারও কারও অবহেলার কারণে পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে

জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কি হবে: কাদের
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

বুধবার (২৮ জুলাই) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কি হবে উল্রেখ করে কাদের বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবনের সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে।

মনে রাখতে হবে, কারও কারও অবহেলার কারণে পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে এবং এ অবস্থান চলমান থাকলে অনাকঙ্খিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি পারে বলে আশঙ্কা করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, দেশের মানুষের সুরক্ষায় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকলের প্রতি আহ্বান জানান।