গঙ্গাচড়ায় টাকা আত্মসাতে বাধা দেয়ায় ইউপি সদস্যকে মারপিট

গঙ্গাচড়ায়  টাকা আত্মসাতে বাধা দেয়ায় ইউপি সদস্যকে মারপিট

গঙ্গাচড়া প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় কর্মসৃজন কর্মসূচীর কাজ না করেও মজুরির টাকা উত্তোলন করে আত্মসাতে বাধা দেয়ায় এক ইউপি সদস্যকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার বড়াইবাড়ি বাজারে। এ ঘটনায় ওই ইউপি সদস্য গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রহিমা বেগম ও জয়নাল আবেদীনের ছেলে আজিজুল ইসলাম  দুজনই কর্মসৃজন কর্মসূচীর তালিকাভুক্ত শ্রমিক। তারা কাজ না করেও র্দীঘদিন থেকে মজুরির টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছে। নোহালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম এতে বাধা দেয়ায় গত মঙ্গলবার বিকেলে বড়াইবাড়ি বাজারে গালিগালাজের একর্পযায়ে রহিমার স্বামী মোশারফ অজ্ঞাত ৪-৫ জন লোকসহ ইউপি সদস্যকে মারপিট করে।

গঙ্গাচড়া মডলে থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।