গঙ্গাচড়ায় কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন 

কালভার্টটি নিম্নমানের হওয়ায় বছর খানেক আগে  মাঝখানে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়

গঙ্গাচড়ায় কালভার্ট সংস্কারের দাবিতে মানববন্ধন 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় একটি কালভার্ট সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া গ্রামবাসী। কালভার্টটির সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী জানালেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে  তারা মানববন্ধন করেন। 
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে ওই কালভার্টের উপর মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধনে তারা অভিযোগ করেন, কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া যাওয়ার একমাত্র রাস্তায় প্রভাতের বাড়ির সামনে পানি নিষ্কাশনের জন্য দেয়া কালভার্টটি স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলামের তত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ননওয়েজ প্রকল্পের অর্থায়নে নির্মিত হয়। কালভার্টটির কাজ নিম্নমানের হওয়ায় তা বছর খানেক আগে  মাঝখানে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে তারা ইউপি সদস্যকে অবগত করলেও তিনি কোন সংস্কারের উদ্যোগ নেননি। 
ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনাসহ প্রানহানি ঘটতে পারে। তারা দ্রুতই কালভার্টটি সংস্কারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে কোলকোন্দ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান,  তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছেন। 
ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু জানান, বিগত চেয়ারম্যানের আমলে কাজটি বাস্তবায়ন হয়েছে। দ্রুত কালভার্টটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহন করা হবে।