গঙ্গাচড়ায় কুপিয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টা, আটক ১
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা ছিনতাই করার সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে তাজুল ইসলাম (৪৫) নামে এক রিকশা চালক। ছিনতাইকারীর একজনকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীর একজন যাত্রী সেজে রিকশা চালক তাজুলকে সদর ইউনিয়নের বড়মনি বটতলা নামক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা অপর দুই সহযোগী মিলে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে তাজুল বাঁধা প্রদান করে। এতে এক পর্যায়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তাজুল। চিৎকার শুনে স্থানীয় লোকজন ধাওয়া করে শাহপরান (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। শাহপরান উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় গ্রামের আমিনুর রহমানের ছেলে।
এ সময় অপর দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে পুলিশ ছিনতাইকারী শাহপরানকে জনগণের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রিকশা চালক আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার স্বজনরা জানান।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।