গঙ্গাচড়া-ঘোনটারী রাস্তার বেহাল দশা; চরম ভোগান্তিতে সহস্রাধিক পরিবার

গঙ্গাচড়া-ঘোনটারী রাস্তার বেহাল দশা; চরম ভোগান্তিতে সহস্রাধিক পরিবার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘ দিনের দাবী সত্ত্বেও আজ অবধি পাকা হয়নি। রাস্তাটি বর্ষা মৌসুমে যেমন কাদার সাগর, তেমনি শুকনো মৌসুমে ধুলার রাজ্যে পরিণত হয়। ফলে দীর্ঘ দিন ধরেই চরম ভোগান্তি পোহাচ্ছে ঘোনটারী গ্রামের সহস্রাধিক পরিবারের মানুষজন।

ঘোনটারী গ্রামের আজিজার রহমান, সেকেন্দার আলী, আব্দুর রহমান, গোলাম রব্বানী, ভেলু, শাহ জালালসহ অনেকে জানান, আমাদের ভোট নিয়ে প্রতিবারই নির্বাচিত হন স্থানীয় জনপ্রতিনিধিরা। নির্বাচনের আগে রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাই। কিন্তু কেউ আজও কথা রাখে নি। ফলশ্রুতিতে আমাদেরকে যুগের পর যুগ ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা বয়স্ক মানুষরা অতিকষ্টে পায়ে হেঁটে রাস্তাটিতে চলাচল করলেও মহিলা শিশুরা তাও পারে না ফলে যেকোনো সময় হোচট খেয়ে পরে। রাস্তাটিতে বর্ষা মৌসুমে কাদার জন্য কোন প্রকারের যানবাহন চলাচল করতে পারে না। এমনকি মোটর সাইকেল পর্যন্ত চলাচল করার মত রাস্তায় সামান্যতম শুকনো জায়গাও নেই। আছে কেবল কাদা আর কাদা।

তারা আক্ষেপ করে বলেন, চলতি বোরো ধান ঘরে তোলার সময় কাদা রাস্তার কারণে গ্রামের প্রত্যেক কৃষককেই কয়েকগুণ বেশী ভাড়া দিয়ে মাঠের ফসল ঘরে আনতে হয়েছে। উপজেলার প্রায় সব রাস্তাই পাকা হলেও দীর্ঘ দিনের দাবী সত্বেও আমাদের জনগুরুত্বপূর্ণ রাস্তার দিকে নজর পড়ছে না কারোই। ভোগান্তি দূর করতে রাস্তাটি অনতি বিলম্বে পাকাকরণের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।